আবার জিগায়? রাজশাহী ছাড়া আবার কোন জেলা! সব থেকে ভাল মানের, ভাল সাদের, ভাল দামের ফজলি আম পাবেন রাজশাহীতে। এখানকার মাটি এবং আবহাওয়া আমের জন্যই সৃষ্টি। এটি এই এলাকার মানুষের জন্য এক অন্য রকম নেয়ামত।
আপনি কেমিক্যাল বিহীন বিশুদ্ধ ও সুস্বাদু আম কিনতে চান?
বাংলাদেশে আমরাই সব থেকে ভালো মানের রাজশাহীর আম সরবারহ করে থাকি।
আমাদের অনলাইন শপ ঘুরে দেখতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
খুরচা ও পাইকারি সকল ভাবেই আমরা বিক্রয় করি।
ফজলি আম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমের মধ্যে একটি। এটি আকারে ছোট, ত্বক সবুজ এবং মাংস রসালো ও মিষ্টি। ফজলি আম পাকলেও কিছুটা সবুজ রঙের থাকে। ফজলি আমের স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং এর সুগন্ধও অপূর্ব।
ফজলি আম চাষের জন্য বাংলাদেশের সবচেয়ে উপযুক্ত এলাকা হলো রাজশাহী। এর পরেই আসে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, এবং খুলনা। এই এলাকাগুলিতে ফজলি আমের ফলন খুব ভালো হয় এবং আমগুলির গুণমানও খুব ভালো। রাজশাহীর বাঘা উপজিলা উল্লেখযোগ্য একটি জায়গা যেখানে অনেক পুরাতন বর্ষীয়সী ফজলি আমার গাছ দেখা পাওয়া যায়।
এছাড়াও, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা, যশোর জেলার শার্শা উপজেলা, এবং খুলনা জেলার দাকোপ উপজেলা ফজলি আমের জন্য বিখ্যাত।
বাংলাদেশে ফজলি আম সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে পাকে।
Leave a Reply