Khati Uddog

Services, Innovations, Business Solutions & Social Welfare

কোরিওগ্রাফি

কোরিওগ্রাফিঃ

আমরা টিভিতে, ইউটুবে, ইন্টারনেটে অনেক সিনেমায় অভিনেতা, অভিনেত্রী ও ডান্সারদের ডান্স দেখে থাকি। এবং আমরা অনেক মডেল, ডান্সার ও অভিনেতা, অভিনেত্রীদের ডান্স অভিনয় ও মিউজিক ভিডিও দেখে মুগ্ধ হয়ে যায়। এক কথায় যে সকল ডান্স দেখে আমরা বিমহিত হয়ে যায় কিন্তু আপনারা কী জানেন? এতো এতো সুন্দর ডান্স অভিনয় এর পেছনে সব থেকে বড় অবদান কার রয়েছে। আপনারা তাদের ডান্সের উপস্থাপন দেখে মনে করেন যে এই ডান্স এর উপস্থাপনা সেই ডান্সার নিজে থেকেই করেন। হ্যা ডান্সাররাই ডান্স করেন তবে তাদের সঠিক স্টেপ ও মুভমেন্টগুলো কে শিখিয়ে দেয়? আসলে এর পেছনে অবদান রয়েছে কোরিওগ্রাফারের। যখন চলচ্চিত্রের ডান্সগুলো দেখে আমরা আকৃষ্ঠ হয়ে পরি আর এই আকৃষ্ঠ হয়ে পরার পছেনে যে রহস্যটা কিংবা যে আর্টটা আছে আমরা তাকেই কোরিওগ্রাফি বলি।

কোরিওগ্রাফি কীঃ

ডান্সকে পরিকল্পনা করা কলাকেই আমরা ডান্স কোরিওগ্রাফি বলি। এছাড়াও আমরা কোনো জিনিসকে ডান্স এর মাধ্যমে উপস্থাপন করি এবং সেই আর্ট ডিজাইনকেও আমরা কোরিওগ্রাফি বলি। কোরিওগ্রাফি বলতে বোঝায় নৃত্য বিন্যাস আবার আমরা অন্য ভাবে বলতে পারি যে নৃত্যের ডিজাইন বিন্যাস। কোরিওগ্রাফি দুটি গ্রীক শব্দ থেকে তৈরি। কোরিয়া মানে (বৃত্তকার নৃত্য) এবং গ্রাফি মানে (লেখা বা রচনা) অর্থাৎ কোরিওগ্রাফি মানে নৃত্য লেখন। আর এই কোরিওগ্রাফি দুটি গ্রীক শব্দ থেকে তৈরি। আপনারা কী জানেন? নৃত্য পরিকল্পনা করার জন্য কতো প্রকার টেকনিক ব্যবহার করা হয়? আমি সহজ ভাষায় বলতে চাই নৃত্য পরিকল্পনা করার জন্য দুই ধরনের টেকনিক ব্যবহার করা হয়।

১.স্বতঃস্ফুর্ত কোরিওগ্রাফি (Improvisation Choreography) মানে হলো: যে ডান্সার দ্বারা কোরিওগ্রাফি করানো হবে সেই ডান্সারের মত প্রকাশের সুযোগ থাকে। যেমন ধরুন কোরিওগ্রাফারের দেখানো বা শেখানো কোনো স্টেপ সে ডান্সারের পছন্দ না হয়, সে ক্ষেত্রে সে ডান্সার নিজের পছন্দের স্টেপে ডান্স করতে পারেন।

২. পরিকল্পিত কোরিওগ্রাফি (Planed Choreography) মানে হলো: যে কোরিওগ্রাফার কোরিওগ্রাফি করবেন সেই কোরিওগ্রাফার আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছেন। এবং যে ডান্সার দ্বারা কোরিওগ্রাফি করানো হবে সে ডান্সারের কোনোই সুযোগ থাকে না তার মত প্রকাশের বা কোরিওগ্রাফারের পরিকল্পনা বদলনোর। ডান্সারকে সেই ভাবেই ডান্স করতে হয় যেভাবে কোরিওগ্রাফার পরিকল্পনা করে রেখেছেন।

কোরিওগ্রাফি আকর্ষণীয় করে তোলতে প্রয়োজন একজন দক্ষ কোরিওগ্রাফারের।

কোরিওগ্রাফির বিশেষ বিষয়ঃ

ডান্স কোরিওগ্রাফিকে অনেক মানুষ (Dance Composition) এবং (Dance Routine) বলে থাকেন।

১. (Dance Composition) মানে হলো: সাধারণত ডান্স কোম্পজিশন বলতে বোঝায় একটি নতুন গানের সাথে তাল মিলিয়ে নতুন স্টেপে বা সব মুভমেন্ট এক সথে করে নতুন একটি ডান্স ফর্ম প্রস্তুত করা।

২. (Dance Routine) মানে হলো: সাধারণত ডান্সের ক্ষেত্রে গানের তালের সাখে ডান্স করার সময় কখোন কোন? স্টেপে ডান্স করতে হবে এবং কোথায় কীভাবে? মুভমেন্ট দিতে হবে তার একটি নির্ধারন রুটিন তৈরি করা হয়। আর আমরা তাকেই ডান্স রুটিন বলি।

কোরিওগ্রাফির ধরনঃ

কোরিওগ্রাফি সাধারণত দুই ধরনের হয়ে থাকে।

১. নিজের জন্য কোরিওগ্রাফি (For ownself Choreography): যখন আপনি নিজের জন্য কোরিওগ্রাফি করবেন, তখন কোনো ডান্স রুটিন তো আপনি যেকোনো ভাবেই ডান্সের স্টেপ ও মুভমেন্টগুলো এক সাথে করে তৈরি করতে পারেন। আপনার যকেোনো ডান্সের স্টাইল স্টেপ পছন্দ করার সাধীনতা থাকে। আপনি যেকোনো ডান্সের জন্য ডান্স রুরিন তৈরি করতে পারেন। আপনি পছন্দ মতো নিজের সাধীনতা অনুযায়ী আপনার ডান্স কোরিওগ্রাফি করতে পারেন। এখানে আপনার সামনে বিশেষ কোনো কারণ থাকে না তাই যেমন করে ডান্স কোরিওগ্রাফি করতে চান, যেভাবে ইচ্ছে সেই স্টাইলে ও স্টেপে ডান্স কোরিওগ্রাফি করতে পারেন।

২. অন্যদের জন্য কোরিওগ্রাফি (For others Choreography): যদি আপনি কোনো প্রতিষ্ঠানের ডান্স শিক্ষক কিংবা অন্যদের নতুন ডান্স শেখানোর জন্য নিজে প্রস্তুত হচ্ছেন, তাহলে আপনি আমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে থাকুন। যখন আপনি অন্যদের কোরিওগ্রাফি করছেন তো সেই মুহূর্তে আপনি দুইটি টেকনিক ব্যবহার করতে পারেন। যে দুইটি টেকনিকের কথা আমি আপনাদের আগেই বলেছি।

১.স্বতঃস্ফুর্ত কোরিওগ্রাফি (Improvisation Choreography)

২. পরিকল্পিত কোরিওগ্রাফি (Planed Choreography)

তো আপনারা এইটাই ভাবছেন যে আমি কোন পরিস্থিতিতে ব্যবহার করবো এই দুইটি টেকনিক।

কোরিওগ্রাফির বৈশিষ্ঠ্যঃ

আমরা সবাই জানি আমাদের ডান্স রিহাসেলে কিংবা আমাদের ডান্স ক্লাসে ডান্স শিক্ষক আমাদের ডান্স শিখিয়ে থাকেন বা শুধু ডান্সের মুদ্রা ও ডান্সের স্টেপগুলো শিখিয়ে দেন। আর একজন দক্ষ কোরিওগ্রাফার নৃত্যি নতুন স্টেপে ডান্স শিখান, গানের সাথে এবং গানের কথা, শুর ও তালের সাথে তাল মিলিয়ে সঠিক মুভমেন্টে ডান্স অভিনয় শিখিয়ে থাকেন। একজন কোরিওগ্রাফারকে কোরিওগ্রাফি করার জন্য যেগুলো জানা অতি প্রয়োজন তা হলো:

১. ডান্স অভিনয়: ডান্স অভিনয় বলতে বোঝায় যেকোনো গানের সাথে অভিনেতা, অভিনেত্রী, মডেল বা ডান্সাররা ডান্স করতে করতে অভিনয় করা। যেমন ধরুন, ভালো কইরা বাজাও রে দোতারা সুন্দরী কোমোলা নাচে, এই গানে ডান্সার এক দিকে ডান্স করে বোঝাচ্ছে ভালো কইরা বাজাও রে দোতারা, আবার অন্যদিকে সুন্দরী কোমোলা নেচে নেচে অভিনয় করতেছে।

২. সময়: ডান্স করার সময় গানের কখন কোথায় কিভাবে ও ডান্স করার সময়ে গানের কোন তালে বা সময় কোন স্টেপে কমেন মুভমেন্ট দিতে হবে। এবং সঠিক সময়ে সঠিক ভাবে মুভমেন্ট দেওয়া। এর জন্য সময়টাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

৩. এনার্জি: এনার্জি বলতে বোঝায় যে ডান্সের ক্ষেত্রে কোনো কোনো গানের তালে একটানা অনেক খন ডান্স করতে হয় ডান্সারদের। আবার দেখা যায় যে কোনো কোনো ডান্সের স্টেপের ক্ষেত্রে মুভমেন্টে গিয়ে অনেক গতীতে নিজের শরীররকে নড়াচড়া করতে হয় এবং এক্ষেত্রে অনেক এনার্জি লাগে। যেমন ধরুন, একজন দক্ষ কোরিওগ্রাফার আপনার কোরিওগ্রাফি করার সময় বলা হতেই পারে যে একটি ডান্সের স্টেপের মুভমেন্টে আছে আপনাকে হাটু দিয়ে হাটতে হাটতে ডান্স করতে হবে, কিংবা আপনাকে ডান্স করতে করতে আপনার ডান্স পাটনারকে হাত দিয়ে অপরে তোলে ডান্স করতে হবে। তাহলে তো আপনার সেক্ষেত্রে ডান্স করার জন্য অনেক এনার্জি লাগবে।

৪. স্থান: কোরিওগ্রাফি আকর্ষণীয় করে তোলতে স্থান নির্ধারন করা প্রয়োজন। আর সেটা নির্ভর করে গান নির্বাচনের অপরে এবং ডান্সের স্টেপ ও মুভমেন্টের ভিত্তিতে। যেমন ধরুন, যদি আইটেম ডান্সের কথা বলি তাহলে স্থান লাগবে বার বা কোনো এক রিজোট, আর যদি কোনো রমান্টিক মিউজিক ভিডিও এর কথা বলি তাহলে স্থান লাগবে প্রকৃতিক পরিবেশ ও বৃষ্টির মধ্যে ভেজা রাতের শহর বা সুমূদ্র সৈকতের বিচে। একজন কোরিওগ্রাফার কোরিওগ্রাফি করার সময় বা অন্যকে ডান্সের স্টেপ ও মুভমেন্ট শিখানোর পাশাপাশি স্থান নির্বাচনের অধিকারও রাখে।

৫. বডি সেপ: বডি সেপ বলতে বোঝায় শরীরের আকৃতি বা গঠন। বডি সেপ একটি বিশেষ বিষয় ডান্স কোরিওগ্রাফির জন্য। যেমন ধরুন, ডান্স করার সময় আপনার হাত পা সোজা হয়ে নড়াচড়া করবে কিনা ভাজ হবে বা ডান্স করার সময় আপার পুরো শরীর সোজা থাকবে নাকি গানের তালে তালে আঁকা বাকা আকৃতি হবে ইত্যাদি।

আপনাদের সেবাই আমরা আছি সব সময় আপনাদের পাশে, আবার আসবেন ধন্যবাদ!

Authors: rafak


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *