Khati Uddog

Services, Innovations, Business Solutions & Social Welfare

ওয়বে ডিজাইনার

ওয়বে ডিজাইনারঃ

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে বিশ্ব। তাই এখন প্রায় ব্যাবসা, বড় বড় কোম্পানির কাজ ও নানা প্রজেক্টের কাজগুলো অনলাইনে হচ্ছে বললে চলে এবং বিশ্বের ৯৫% ব্যাবসা, কোম্পানি বা আইটি ফার্ম এর কাজগুলো হয় অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। আর এই ওয়েবসাইটগুলো যিনি ডিজাইন করে তৈরি করছেন আমরা তাকে ওয়েব ডিজাইনার বলি। একজন ওয়বে ডিজাইনার বিভিন্ন ওয়েবসাইটের আ্যপ্লিকেশন তৈরি করার জন্য প্রাথমিক পরিকল্পনাকারী এবং সটির বাস্তব্যায়নকারীও তিনি। এবং ওয়েব ডিজাইনও ইউঝার এক্সপেরিয়েন্স (UX) নিয়ে কাজ করে থাকেন। ওয়বে ডিজাইনের কাজ করতে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন হয়। বর্তমানে দেশে বিদেশে দক্ষ ওয়বে ডিজাইনারের ব্যাপক চাহিদা রয়েছে। একজন দক্ষ ওয়বে ডিজাইনার বিভিন্ন ফার্মে চাকরি করাা ছাড়াও স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে। এবং একজন দক্ষ ওয়বে ডিজাইনার ছাড়া ওয়েবসাইট তৈরি অসম্ভব বললেই চলে।

একজন দক্ষ ওয়বে ডিজাইনার সাধারণত কোথায় কাজ করেনঃ

মূলত আইটি কোম্পানি ও আইটি ফার্মগুলোতে ওয়েবসাইট তৈরির জন্য ওয়বে ডিজাইনারদের কাজের ক্ষেত্র সবচেয়ে বেশি হয়। তুলনামূলক ভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠাণগুলোতে ওয়বে ডিজাইনারের সরাসরি চাকরির সুযোগ কম থাকে। অবশ্য এসব প্রতিষ্ঠাণগুলো সাধারণত আইটি সংক্রান্ত কাজগুলো প্রজেক্ট সফটওয়্যার ও ডেভলাপার কোম্পানিগুলোকে দিয়ে থাকেন। ফ্রিল্যন্সিং সেক্টরে ওয়বে ডিজাইনের আন্তর্জাতিক মার্কেট যথেষ্ঠ বড়। আপওয়ার্ক কিংবা গুরু ডট কমের মতো বড় বড় প্লাটফর্মগুলোতে খুজে নিতে হয় ওয়বে ডিজাইনারদের। একজন দক্ষ ওয়বে ডিজাইনার কিংবা তার গ্রুপ মিলে কাজ করতে পারে। সেটা কোনো কোম্পানি হোক বা কোনো আইটি ফার্ম এবং কোনো ফ্রিল্যান্সার।

Authors: rafak


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *