কোরিওগ্রাফারঃ
আমরা অনেকেই ডান্স কোরিওগ্রাফি ও ডান্স কোরিওগ্রাফার এর কথা বলে থাকি। আমরা হয়তো জানি না যে ডান্স কোরিওগ্রাফি এবং ডান্স কোরিওগ্রাফার এর মানে কী? কোরিওগ্রাফিকে নৃত্য পরিচালনা ছাড়াও নৃত্যেরে নকশা হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। এবং নৃত্যের পরিকল্পনা ও পরিচালনা যিনি করেন আমরা তাকেই ডান্স কোরিওগ্রাফার বলি। একজন কোরিওগ্রাফার যখন অন্য কারো জন্য ডান্স কোরিওগ্রাফি করেন, তখন সেই কোরিওগ্রাফার তার নিজের কোরিওগ্রাফিক দক্ষতা সে ডান্সারের ডান্সের মাধ্যমে ফুটিয়ে তোলেন। আবার একজন ডান্সারের ডান্স কোরিওগ্রাফি ও মিউজিক ভিডিও আকর্ষণীয় ও সুদৃশ্য করে তোলতে আবশ্যকতা একজন দক্ষ ডান্স কোরিওগ্রাফারের। এমন কী? ডান্স অভিনয়ের ক্ষেত্রেও আবশ্যক একজন দক্ষ ডান্স কোরিওগ্রাফারের। যেমন ধরুন, একজন অভিনেতা/অভিনেত্রী, ডান্সার বা মডেল ডান্স করার সময় আর কোনো সাইড ডান্সার তাদের পাশে ডান্স করবে কিনা অথবা ডান্সারা তাদের পেছনে ডান্স করবে নাকি সামনে ডান্স করবে সেই পরিকল্পনাটাও থাকবে একজন কোরিওগ্রাফারের। তাই বন্ধুরা মিউজিক ভিডিও বলেন বা ডান্স অভিনয় বলেন কোরিওগ্রাফি আকর্ষণীয় ও মাধুর্যময়ী করে তোলতে প্রয়োজন একজন দক্ষ ডান্স কোরিওগ্রাফার।
কোরিওগ্রাফার কীঃ
একজন ডান্স কোরিওগ্রাফার নৃত্য পরিকল্পনা ও পরিচালনাকারী ব্যাক্তি। একজন কোরিওগ্রাফার গানের সময়, শুর ও তালের সাথে নৃত্যের রুটিন শেখায়। একজন দক্ষ কোরিওগ্রাফার হলেন পেশাদার নৃত্য পরিচালক যিনি নাচের সাথে সম্পর্কিত সমস্ত কিছুর পরিকল্পনা ও পরিচালনা করেন এবং শরীরের নড়াচড়ার মাধ্যমে নৃত্য রচনা তৈরি করেন। একজন ডান্স কোরিওগ্রাফারের মধ্যে যেগুণ গুলো থাকা আবশ্যক তা হলোঃ
- দায়িত্বশীল
- সৃজনশীলতা
- আবেগ
- শৃঙ্খলা
- শিক্ষা
এর অর্থ হলো একজন সৃজনশীল ও অভিজ্ঞ নৃত্যশিল্পী হওয়া। অনেক ক্ষেত্রে একটি নৃত্য অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেন একজন পার্দশী কোরিওগ্রাফার। এবং একজন কোরিওগ্রাফারের কাজ প্রধানত সিনেমায় ডান্স অভিনয় ও মিউজিক ভিডিওর জন্য বা কোনো ডান্সারের ডান্স কোরিওগ্রাফি করার জন্য এবং অন্য কোনো শৈল্পিক ক্ষেত্রে যেমন, এ্যানিমেশন, ফ্যাশন শো ও র্যাম্পে।
একজন কোরিওগ্রাফারের কাজগুলোঃ
একজন কোরিওগ্রাফার তার নিজের দক্ষতা দিয়ে নতুন নতুন স্টেপে বা নতুন মুভমেন্টগুলো এক সাথে করে একটি নতুন ডান্স তৈরি করেন। তিনি যেমন একজন পরিপূর্ণ নৃত্যশিল্পী এবং তিনি তার সমস্ত অভিজ্ঞতা নিজের কোরিওগ্রাফি দ্বারা ফুটিয়ে তোলেন। একজন দক্ষ কোরিওগ্রাফার ডান্সের স্টেপ ও মুভমেন্ট শেখানোর পাশাপাশি ইন্টারনেশনাল ফ্যাশন শো ও র্যাম্প মডেলিং এ মডেলদের পোশাক প্রদর্শন থেকে রানওয়েতে হাটা/চলার অঙ্গি/ভঙ্গি ও শিখিয়ে দেন। তিনি গান নির্বাচন করার সাথে গানের কোন তালে কোন স্টেপে কেমন মুভমেন্ট দিতে হবে সেটিরও নির্ধারন করে থাকেন। এমন কী? একজন কোরিওগ্রাফার নৃত্যকারীদের নির্বাচন করার দায়িত্বেও থাকেন। কোরিওগ্রাফারের অন্যান্য কাজগুলো হলোঃ
১. গান নির্বাচন করা।
২. নৃত্যের স্টপে ও সঠিক মুভমেন্ট শেখানো।
৩. নৃত্য অভিনয় শেখানো।
৪. নৃত্যের পদ্ধতিগুলো ধাপে ভাগ করা।
৫. নৃত্যকারীদের পোশাক প্রদর্শন করা।
৬. তারা কোথায় নৃত্য করবে স্থান নির্ধারন করা।
৭. নৃত্য কল্পনাটি বাস্ত্যবায়ন করা।
কোরিওগ্রাফারের বৈশিষ্ট্যঃ
একজন ডান্স কোরিওগ্রাফার তার নিজের দক্ষতা ও তার নিজের নৃত্য শিক্ষা দ্বারা সে ডান্স কোরিওগ্রাফি করেন। এক সময় শুধু সিনেমায় কোরিওগ্রাফারের প্রয়োজন ছিলো। তবে বর্তমানে মডেলদের ফ্যাশন শো ও র্যাম্প মডেলিং বলেন আর ডান্সারদের ডান্স কোরিওগ্রাফি বলেন এসমস্ত কাজের জন্য একজন দক্ষ কোরিওগ্রাফার ছাড়া আর কেউ আছে বলে মনে হয় না। আমরা সবাই জানি কোনো কাজ যদি মন-প্রাণ দিয়ে ও নিজের দক্ষতা দ্বারা করা যায় তাহলে সেই কাজটা অবশ্যই সুদৃশ্য ও আকর্ষণীয় হয়ে উঠে। তবে সেই কাজটা অভিনেতা/অভিনেত্রী বা ডান্সারের ডান্স মিউজিক অভিনয় হোক অথবা মডেলদের ফ্যাশন শো ও র্যাম্প মডলিং এ রানওয়েতে হাটা/চলা হোক, একজন কোরিওগ্রাফারকে অনেক পরিশ্রমের মাধ্যমে তাদের শিখিয়ে দিতে হয় নতুন স্টেপ সঠিক মুভমেন্টগুলো ও ডান্স অভিনয় এবং রানওয়েতে হাটা/চলার অঙ্গি/ভঙ্গি। একজন ডান্স কোরিওগ্রাফার তিনি নিজেই একজন ডান্সার, অভিনেতা/অভিনেত্রী, ও মডেল। যেমন ধরুন একজন পার্দশী কোরিওগ্রাফার তাকে তো অনেক পরিশ্রম করে তৈরি করতে হয় নতুন স্টেপ ও সব মুভমেন্টগুলো সঠিক ভাবে দিয়ে প্রস্তুত করতে হয় একটি নতুন ডান্স। আবার সেই কোরিওগ্রাফার কোরিওগ্রাফি করার সময় অভিনেতা/অভিনেত্রী বা ডান্সারকে শিখিয়ে দেয় তার নতুন স্টেপ ও সব মুভমেন্টগুলো। এবং শুধু তাই নয় ডান্স কোরিওগ্রাফি করার সময় ডান্স করতে করতে অভিনয় করাটাও শিখিয়ে দেয় একজন দক্ষ কোরিওগ্রাফার। একজন দক্ষ কোরিওগ্রাফার কোনো হিরো/হিরোইন ডান্সার বা সফল মডেল এর থেকে কম নয়।
আপনাদের সেবাই আমরা আছি সব সময় আপনাদের পাশে, আবার আসবেন ধন্যবাদ!
Authors: rafak
Leave a Reply