Khati Uddog

Services, Innovations, Business Solutions & Social Welfare

ওয়বে ডিজাইন

ওয়েব ডিজাইনঃ

বর্তমান অনলাইনের যুগে ওয়েব ডিজাইন একটি পরিচিত ও প্রয়োজনীয় দক্ষতা। যে কোনো ওয়েবসাইট কেমন রূপ নিয়ে ওয়েবসাইট ব্যবহারকারীর সামনে উপস্থিত হবে তা জানা যায় ওয়েব ডিজাইনের মাধ্যমে। আর এই ওয়েবসাইট কী? রূপ নিয়ে আমাদের সকলের সামনে উপস্থাপন হবে সেইটি একজন দক্ষ ওয়েব ডিজাইনারের কাজ। বর্তমানে ওয়েবসাইট তৈরির প্রচুর চাহিদা রয়েছে। কারণ আমরা তো দেখছি যে বর্তমানে প্রায় সবকিছুই অনলাইন ওয়েবসাইট দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় দক্ষ ওয়েব ডিজাইনারের সংখ্যা খুবই কম।

ওয়েব ডিজাইন কী ও কাকে বলেঃ

ওয়েব ডিজাইন বলতে কোনো একটি ওয়েবসাইটের নাকশাকে বোঝায়। যেটি ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। আরও সহজ ভাবে বলা যায় যে, কোনো ওয়েবসাইটের বাহিরে রূপ দেখতে কেমন হবে তা নির্ধারন করা ও ওয়েবসাইটের ভেতরের রূপ দেখতে কেমন হবে সেটিও নির্ধারন করার নামই হলো ওয়েব ডিজাইন। যেমন আমরা তো অনেকেই দেখি ফেসবুক (Facebook) দেখতে একরকম আর টুইটার (Twitter) দখেতে অন্যরকম। ঠিক তেমনি ওয়েবসাইটগুলো দেখতে ভিন্নতার ব্যাপারটাও নির্ভর করে ওয়েবসাইটটি কোন কাজে ব্যবহার করা হবে এবং ওয়েবসাইটটি কেমন করে সাজানো হবে তার অপরে। যেমন ধরুন, একটি ওয়েবসাইটের

  • Outlook
  • Inlook
  • Font
  • Size
  • Manubar
  • Font Clour
  • Toolbar
  • Page Clour
  • Layout

ইত্যাদি কোথায় কিভাবে সাজানো থাকবে ও কন্টেন্ট (Content) কিভাবে থাকবে। সর্বদায় কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর যেভাবে ওয়েবসাইটগুলোকে সাজানো দেখে তার সকল কাজই হলো ওয়েব ডিজাইনের অন্তর্ভূক্ত। ইন্টারনেটের ব্যবহার সবখানেই হচ্ছে এবং এর ব্যবহার দিনের পরে দিন বেড়েই যাচ্ছে। একটি ওয়েবসাইট যেকেউ যেকোনো উদ্দেশ্যে বানানোর কথা ভাবতে। এবং সেই উদ্দেশ্য গুলো হলো:

১. অনলাইন মার্কেটিং হতে পারে।

২. ডিজিটাল মার্কেটিং হতে পারে।

৩. যেকোনো জিনিস এর প্রচার প্রচালনা করার জন্য হতে পারে।

৪. অনলাইন সার্ভিস প্রদান করার জন্য হতে পারে।

৫. কাস্টোমার এর সাথে যোগাযোগ মাধ্যমের জন্য হতে পারে।

বা অন্যান্য যেকোনো উদ্দেশ্যের জন্য একটি ওয়েবসাইট বানানো যেতে পারে। বিভিন্ন ধরনের কারণ নিয়ে বিভিন্ন রকমের ওয়েবসাইট তৈরি করা যেতে পারে। আলাদা আলাদা কারণ এর জন্য আলাদা আলাদা রকমের ওয়েবসাইটগুলো যারা বিভিন্ন রকমের ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করেন আমরা তাদের কে ওয়েব ডিজাইনার বলি। একজন দক্ষ ওয়েব ডিজাইনার তার দক্ষতা দ্বারা বা যেসকল প্রক্রিয়া ব্যবহার করে ওয়েব ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করেন। আমরা সেটিকে ওয়েব ডিজাইন বলি। একটি ওয়েবসাইট সুন্দর ভাবে ডিজাইন করে তৈরি করার প্রক্রিয়াকেই ওয়েব ডিজাইন বলা হয়।

বাংলাদেশের পেক্ষাপটে ওয়েব ডিজাইনের ভবিষ্যৎঃ

খুব সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনেট অনলাইনের যুগে ওয়েব ডিজাইনের ভবিষ্যৎ অনেক উজ্বল। বর্তমান সময়ে ওয়েব ডিজাইন এর মার্কেট অনেক বড় হচ্ছে। ওয়েবসাইট ছাড়া অনলাইন ব্যাবসায় কোনো কিছু করা সম্ভব না। আর প্রতিদিনই অনলাইনের ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন ওয়েবসাইট তৈরির চাহিদা বাড়ছে। যেমন ধরুন, কোম্পানির জন্য, ব্যাবসার জন্য এবং তথ্য প্রচার ও যোগাযোগের জন্য ভবিষ্যৎ এ এর কোনো বাধা থাকবে না। এছাড়াও ওয়বে ডিজাইনের চাহিদাও অনেক বেশি কারণ ওয়বে ডিজাইন মানে হলো, ওয়বে এর নকশা মনে করুন ওয়বেসাইটটি অন্যদের সামনে সুদৃশ্য ভাবে উপস্থাপন করার জন্য ওয়েব ডিজাইনটি আবশ্যক। এবং বর্তমানে সব রকমের ছোট বড় কোম্পানি, ফার্ম বা বেশির ভাগ ব্যাবসা অনলাইনে হয়ে থাকে ও তাদের ব্যাবসার প্রচার বা মার্কেটিং এর জন্য একটি হলেও ওয়েবসাইট তারা চালু করছেন। দিন দিন বেড়েই যাচ্ছে ওয়েবসাইট তাও নতুন নতুন রূপে সাজানো ওয়েবসাইটগুলো। আর এই সব ওয়েবসাইটগুলো নতুন রূপে সাজানোকে ওয়বে ডিজাইন বলা হয়।

বাংলাদেশের পেক্ষাপটে ওয়বে ডিজাইনের চাহিদাঃ

আজ থেকে কয়েক বছর আগে ওয়বে ডিজাইন বা ওয়বে ডিজাইনারের তেমন বেশি চাহিদা ছিলো না। কিন্তু ২/৩ বছর আগে থেকে ওয়েব ডিজাইন বা ওয়বে ডিজাইনারদের চাহিদা অনেক বেড়ে গেছে। এবং আসচ্ছে সময়ে ওয়েব ডিজাইন বা ওয়বে ডিজাইনারদের চাহিদা অনেক বেড়ে যাবে। প্রতিনিয়তই নতুন নতুন ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি পুরোনো ওয়েবসাইটগুলোকে নতুন ডিজাইন করা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের ব্যাবসা ছাড়া আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোও আজ কাল অনলাইন এর মাধ্যমে করা হচ্ছে। যার জন্য বিশ্বে প্রতিদিন তৈরি করা হচ্ছে লক্ষ লক্ষ ওয়েবসাইট। বর্তমান সময়ে দেশে বিদেশে ওয়েব ডিজাইন বা ওয়বে ডিজাইনারদের ব্যাপক চাহিদা।

ওয়েব ডিজাইন এর ইতিহাসঃ

১৯৯০ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞাণী ও কম্পিউটারবিজ্ঞাণী টিম বার্নাস-লি (Tim Berners-Lee) সুইজারলেন্ডের জেনেভার সার্ন সংস্থার একটি প্রকল্প হিসেবে প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন এবং এই ওয়েব ব্রাউজারটি ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Wab) যেটা আমরা সংক্ষেপে (WWW) বলে যানি, ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Wab) (WWW) নামে উদ্ভাবন করেন। ১৯৯২ সালে ওয়েব ডিজাইনটি চালু করা হয়েছিলো। যেটি শঘ্রই ওয়েবটি পরিচালনা করেন। ১৯৯৩ সালে ওয়েব ডিজাইনটি দুর্দান্ত ভাবে দাড়িয়ে পরে। এবং ওয়েবের জন্য প্রথম ব্রাউজার সফটওয়্যার নির্মান করে যার নাম দিলো মোজাইক। ১৯৯৪ সালে ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Wab) (WWW) কনসোর্টিয়াম প্রতিষ্ঠিত হয়। যেখানে লক্ষ্য ওয়েব ডিজাইন ভবিষ্যৎ এর জন্য সেট (Set) করা হয়েছে।

আপনাদের সেবাই আমরা আছি সব সময় আপনাদের পাশে, আবার আসবেন ধন্যবাদ!

Authors: rafak


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *